সর্বশেষ ৭ টেস্টে ২৭৫ রান। গড় ২১.১৫, সেরা ইনিংস ৪১ রানের। দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে এই পরিসংখ্যান বাবর আজমের নামের পাশে মোটেই মানানসই নয়। কিন্তু বাবরের নামের পাশে দৃষ্টিকটু এই সংখ্যাগুলোই এখন ‘শোভা’ পাচ্ছে।
অন্য দুই ফরম্যাটে বাবরের পরিসংখ্যান দেখা যাক। গত এক বছরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩৭টি ম্যাচ খেলেছেন বাবর। রান করেছেন ১ হাজার ৩৩৫। এর মধ্যে সেঞ্চুরি মাত্র ১টি। গড় ৩৬.০৮। যেখানে পাকিস্তানি এই ব্যাটারের ওভারঅল গড় ৪৭.৭৩।
বলার অপেক্ষা রাখে না, সংখ্যাগুলো দেখলেই বোঝা যায় ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় পার করছেন বাবর। যে কারণে পাকিস্তানের এই টপঅর্ডারের সমালোচনায় মত্ত পুরো দেশ।
দলের অবস্থাও ভালো নেই। ২০২৩ সালের এশিয়া কাপের ফাইনালে যেতে পারেনি পাকিস্তান। এরপর ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে কেয়ালিফাই করতে ব্যর্থ তারা। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও হয়েছে ভরাডুবি। হেরে গেছে যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে। যে কারণে পাকিস্তানকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই।
এসব ব্যর্থতায় দায় একাই মাথায় নেবেন বাবর, এমনটি বলা অন্যায়। কারণ, অন্য ক্রিকেটারদেরও দায়দায়িত্ব আছে। তারা সেটি করতে পারছেন কিনা, তাও দেখার বিষয়। কিন্তু পাকিস্তানের ক্রিকেটভক্তরা সমালোচনার তীর ছুড়ছেন শুধু বাবরের দিকেই। ডানহাতি এই ব্যাটারই তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।
বাবরকে নিয়ে এসব সমালোচনা মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। কঠিন সময়ে বাবরকে ধৈর্যের পরীক্ষা দিতে বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সভাপতি।
নিজের ইউটিউব চ্যানেলে রমিজ রাজা বলেছেন, ‘মনে হচ্ছে, বাবর আজমের ফর্ম ছাড়া পুরো দেশের কোনো সমস্যা নেই। দুর্ভাগ্যবশত, যখন আপনি একটি ম্যাচ হেরে যান এবং আপনি রান না করেন এবং আপনি যদি বাবর আজম হন, তাহলে আপনি শিরোনাম হয়ে যান। কীভাবে হারলাম? সে কী করেছে? তার অবদান কী ছিল? সেগুলো চিন্তা করি না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ। যে কেউ সমালোচনা এবং উপহাস করতে পারে। এটিকে যতটা সম্ভব নিরুৎসাহিত করা উচিত।’
তিনি আরও বলেন, ‘ক্রিকেট আমাদের রক্তের সঙ্গে মিশে আছে। কিন্তু টেস্ট ক্রিকেটে কতদিন এভাবে ম্যাচ হারতে থাকবো জানি না। জয় পেলে ফ্যান ফলোয়ার বাড়ে এবং ভক্তরা সফলতার গল্প দিয়ে নিজেদের পরিচয় দেয়। বাবর আজমের একটি বিখ্যাত সাফল্যের গল্প আছে। সন্দেহ নেই যে, সে তিন ফরম্যাটেই একজন বড় খেলোয়াড়।’
সমালোচনা এড়িয়ে চলার জন্য বাবরকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন রমিজ রাজা। এই সময়ে তাকে ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে বলেছেন তিনি।
রমিজ রাজা বলেন, ‘তাহলে তাকে কী করতে হবে? প্রথমত সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলো। দ্বিতীয়ত, নিজের অবস্থানে থাকো। তুমি যখন রান করতে পারবে না, তখন এটা একটা মানসিক খেলা হয়ে যায়। এতে তুমি বেশি চিন্তা করতে শুরু করো এবং সেটা উদ্বেগজনক। বাবরের চেহারায় স্পষ্ট দেখা যাচ্ছে, সে কঠোর পরিশ্রম করছেন। সে কীভাবে ব্যাটিং করে সেটিই এখন গুরুত্বপূর্ণ।’