জামায়াতে ইসলামী কখনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিল না, এখনো নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা শাখার বায়তুল মাল সম্পাদক আব্দুল বারী।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে পৌর শহরের ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসায় অনুষ্ঠিত কর্মিসভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিল না, এখনো নেই। জামায়াতে ইসলামী সর্বদাই গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন করেছে। কিন্তু শেখ হাসিনার সরকার গত ১৫ বছর আমাদের দলের নেতাকর্মীদের ওপর যে অন্যায়-অত্যাচার ও দমনপীড়ন করেছে, সেটা আর কোনো দলের ওপর করা হয়নি। জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদেরও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর পৌর শাখার সভাপতি হাফেজ আবু ইউসুফ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা ‘লক্ষণ সেনের’ মতো দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কিন্তু জামায়াতে ইসলামের নেতারা কখনো দেশ ত্যাগ করেনি। আমরা সুখী সমৃদ্ধ দেশ গড়তে চাই। বৈষম্যহীন সমাজ গড়তে চাই। তবে ইসলামের অনুশাসন ছাড়া বৈষম্য দূর করা সম্ভব না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভা ৮নং ওয়ার্ড সভাপতি মোখলেছুর রহমান বলেন, আমরা হিংসার রাজনীতি ও বিভক্তির রাজনীতির কবর দিতে চাই। কোনো বিষয়ে আমরা জাতির বিভক্তি চাই না। সব ক্ষেত্রে আমার চাই জাতি ঐক্যবদ্ধ থাকুক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে আশা-আকাঙ্খা নিয়ে স্বৈরচারের পতন ঘটিয়েছে, আমরা সেই আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাব।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর পৌর শাখার সেক্রেটারি মাওলানা শরীফুল ইসলামের সঞ্চালানায় কর্মিসভায় বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার কর্ম পরিষদ সদস্য মহসীন আলম সুজন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভা ৮নং ওয়ার্ড সভাপতি মোখলেছুর রহমান, ৩নং ওয়ার্ড সভাপতি মাজহারুল ইসলাম, ৫নং ওয়ার্ড সভাপতি হাফেজ আইয়ুব আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডৌহাখলা ইউনিয়ন শাখার আমির মাওলানা ফজলুল হক, বোকাইনগর ইউনিয়ন সেক্রেটারি আনিসুর রহমান, ডা. আব্দুন নূর, জাহাঙ্গীর আলম, টিপু মুনশী, আল-আমিন, মাওলানা বেলাল হোসেন প্রমুখ।