টানা বৃষ্টির কারণে রাজধানী ঢাকার বায়ুদূষণ আগের চেয়ে কিছুটা কমেছিল। এখন বৃষ্টি না থাকলেও বায়ুদূষণে তেমন একটা পরিবর্তন ঘটেনি।
শনিবার (৩১ আগস্ট) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী ঢাকার বায়ুদূষণ মাঝারি অবস্থায় রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ৫৬ স্কোর নিয়ে ৬৫ নম্বরে রয়েছে রাজধানী ঢাকা। একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৭৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। ১৬৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ১৫৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা, ১৩৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর এবং ১১৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর।