শান মাসুদের পর এবার ফিফটি করা আরেক ব্যাটার সাইম আইয়ুবকে প্যাভিলিয়নের পথ দেখালেন মেহেদী হাসান মিরাজ। টাইগার স্পিনারকে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে চেয়েছিলেন পাকিস্তান ওপেনার। কিন্ত মিরাজের টার্ন করা বলটি মিস করেন তিনি।
গ্লাভসে বল জমা করে দ্রুতগতিতে স্টাম্পড করেন লিটন দাস। ১১০ বলে ৫৮ রান করা সাইম আইয়ুব ততক্ষণে আর পিচ আসার সুযোগ পেলেন না।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩৪ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ১২৫ রান। সৌদ শাকিল ১ আর বাবর আজম ৬ রানে অপরাজিত আছেন।