প্রথম টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন। দ্বিতীয় টেস্টের প্রথম ওভারেই আব্দুল্লাহ শাফিকের বিদায়ের পর ব্যাটিংয়ে নেমে মাত্র ৫৪ বলে পঞ্চাশ রান করেছেন তিনি।
এটি তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ৩৫তম ম্যাচে দশম ফিফটি। বিশেষ করে উল্লেখযোগ্য হলো, মাইলফলক ছুঁতে মাত্র দুটি চার মেরেছেন মাসুদ। অর্থাৎ, উইকেটের মাঝে দৌড়ে নিয়েছেন সিংহভাগ রান। এই আক্রমণাত্মক ব্যাটিং বাংলাদেশের বোলারদের চাপে রেখেছে।
অন্যদিকে, সাইম আইয়ুবও অপরাজিত থেকে পঞ্চাশ রানের কাছাকাছি পৌঁছে গেছেন। দুজনের অবিচ্ছিন্ন জুটি শতরানের কাছে পৌঁছে গিয়েছে, যা পাকিস্তানকে ম্যাচে শক্ত অবস্থানে রেখেছে।
পাকিস্তানের ব্যাটসম্যানরা বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দারুণ এক শুরু করেছে। ২৩ ওভার শেষে মাত্র ১ উইকেট হারিয়ে তারা ৯৪ রান করেছে। দলের পক্ষে শান মাসুদ ৫০ রান এবং সাইম আইয়ুব ৪১ রান করে খেলছেন। মাসুদ এবং আইয়ুবের মধ্যে দুর্দান্ত এক জুটি গড়ে উঠেছে এবং তারা বাংলাদেশের বোলারদের চাপে রেখেছে।