বলিউড অভিনেতা রণবীর কাপুর। অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০২২ সালের ১৪ এপ্রিল। কিন্তু এর আগে রণবিরের সঙ্গে একাধিক অভিনেত্রীর প্রেমের সম্পর্ক ছিল। যাদের মধ্যে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অন্যতম। দুজনে অনেকটা সময়ই একে অন্যের সঙ্গে ছিলেন। কিন্তু এখন দুজনই নিজেদের সংসার জীবন নিয়ে ব্যস্ত। এর মধ্যেই প্রকাশ পেল তাদের একটি পুরোনো ভিডিও। খবর : বলিউড লাইফ
ভিডিওটি ইতোমধ্যেই নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
২০১৬ সালে ক্যাটরিনা ও রণবীরের সম্পর্কে ফাটোল ধরে। সে সময় তারা একটি সিনেমার প্রচারে ভারতের একটি রেডিও স্টেশনে যায় সাক্ষাৎকার দিতে। একপর্যায় সঞ্চালক প্রশ্ন করেন রণবীরকে। সেই প্রশ্নের উত্তর রণবীরের কাছ থেকে নিয়ে ক্যাটরিনা দিতে চান। সঙ্গে সঙ্গে মেজাজ হারান রণবীর। রেগে গিয়ে বলেন, “ক্যাটরিনা শাট আপ! আমাকে আমার উত্তরটা দিতে দাও।” রণবীরের এই প্রতিক্রিয়ার পরে ক্যাটরিনাও থেমে থাকেননি। হাসতে হাসতে ক্যাটরিনা প্রশ্ন করেন, মুহূর্তটা ভালো করে ক্যামেরাবন্দি করা হয়েছে কি না? রণবীর ফের মেজাজ হারিয়ে দাবি করেন, তার কথা বলার অধিকারই নেই। ক্যাটরিনা তার সমস্ত কথায় নাক গলাচ্ছেন।
নতুন করে এই ভিডিওটি আবারও সামনে আনে পিচ অ্যান্ড পপকর্ণ নামে বলিউডভিত্তিক একটি এক্স অ্যাকাউন্ট, যা মুহূর্তেই আবার ভাইরাল হয়ে যায়। তবে নতুন করে এই ভিডিও প্রকাশের পর অনেকেই প্রশ্ন তুলেন কীভাবে ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর।
এই দুই তারকা একসঙ্গে তিনটি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাগুলো হলো, রাজনীতি, জাজ্ঞা জাসুস ও আজব প্রেম কি গজব কাহানি।