অন্তর্বর্তী সরকার নির্বাচন ও সংস্কার প্রশ্নে রোডম্যাপ বা রূপরেখা তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করছে । প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ শনিবার কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দলগুলোর কাছ থেকে সংস্কারের লিখিত প্রস্তাব নেওয়ার পর তার ভিত্তিতে রূপরেখা তৈরি করা হবে সরকারের একাধিক সূত্র জানিয়েছে।
সরকার রাজনৈতিক দলের সঙ্গে আলোচনাকে দুই ভাগে ভাগ করছে। ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় ১২ ও ১৩ আগস্ট বিএনপি, গণতন্ত্র মঞ্চ, জামায়াতে ইসলামী, কমিউনিস্ট পার্টি (সিপিবি)–সহ কয়েকটি দল ও জোটের সঙ্গে পৃথক বৈঠক করেন।
প্রথম দফার রাজনৈতিক আলোচনায় অনেক দল ও জোট বাদ পড়ে যাওয়ায় আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত পাঁচ ঘণ্টা ধরে এসব দলের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এলডিপি, বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং বিএনপির সঙ্গে যৌথ আন্দোলনে থাকা ১২ দলীয় জোটের সঙ্গে এই বৈঠকগুলো হবে।
এলডিপি নেতা অলি আহমদ প্রথম আলোকে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন এবং বিচার বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের বিস্তারিত প্রস্তাব লিখিতভাবে দেবেন। তিনি আরও বলেছেন, তারা নির্বাচনের সময় নিয়ে চাপ না দিয়ে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সংস্কার আনার বিষয়টিকে অগ্রাধিকার দিতে চান।
বাংলাদেশ ইসলামী আন্দোলনসহ অন্যান্য দল ও জোটের নেতারাও জানিয়েছেন, তারাও বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব তুলে ধরবেন।