প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরে গিয়ে পাকিস্তানের মনোবল ক্ষুণ্ন হয়েছে।প্রথম টেস্টে ৪৪৮ রান তুলে শক্তিশালী শুরু করেও ম্যাচ হেরেছে পাকিস্তান। এবার রাওয়ালপিন্ডির একই মাঠে দ্বিতীয় টেস্টে তিন শ রানের নিচে অলআউট হয়ে দলটির চাপ আরও বাড়ল। সিরিজ বাঁচানোর লক্ষ্যে নেমে পাকিস্তানের এই দুর্বল শুরু বাংলাদেশের জয়ের আশা আরও জাগিয়ে তুলেছে। প্রশ্ন উঠছে, সিরিজের এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম ইনিংসের ২৭৪ রান কি যথেষ্ট?
রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের ২৭৪ রান যথেষ্ট বলে মনে করেন আগা সালমান। ৫৬ রান করে দলের জন্য অবদান রাখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি মনে করি এই উইকেট বোলারদের জন্য সহায়ক। যদি আমাদের বোলাররা উইকেট নিতে পারে, তাহলে ২৭৪ রান আমাদের জিতিয়ে দিতে পারে।”
সালমানের মতে, বৃষ্টিতে ভেজা উইকেটে ব্যাটিং করা কঠিন ছিল। তবুও তার দল স্বাভাবিকের চেয়ে বেশি রান করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, “টেস্ট ক্রিকেটে কখনোই রান কম হয় না। যদি বোলাররা ভালো পারফর্ম করে, তাহলে আমরা এই ম্যাচ জিততে পারব।”
আগা সালমানের এই আত্মবিশ্বাসী মন্তব্য দিয়ে পাকিস্তান দলের মরাল অনেকটা বাড়বে বলে মনে করা হচ্ছে।
বৃষ্টিতে ব্যাহত হওয়ার পর আজ দ্বিতীয় দিনে পাকিস্তান দল প্রথম ইনিংসে ২৭৪ রান করে অলআউট হয়েছে। এই স্কোর নিয়ে ম্যাচ জেতার সম্ভাবনা নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে সালমান আহমেদ বলেছেন, “টেস্টে ১২০-১২৫ রানও হয়। এই পিচে বোলারদের জন্যও কিছু আছে। দুই ইনিংস শেষ হলেই বোঝা যাবে কত রান যথেষ্ট। তবে আমার মতে, এই রান যথেষ্টই।”
রাওয়ালপিন্ডিতে ওয়ানডেতে সাধারণত বেশি রান হয়। এই বিষয়ে সাংবাদিকের উত্থাপিত প্রশ্নের জবাবে সালমান একটু হেসে এই মন্তব্য করেছেন। তিনি মনে করেন, এই পিচে বোলাররাও ভালো করার সুযোগ পাবে এবং ২৭৪ রান ম্যাচ জেতার জন্য যথেষ্ট হতে পারে।
অন্য একটি প্রশ্নের জবাবেও উইকেটে বোলিং-বান্ধব উপাদান থাকার কথা জানান সালমান, ‘প্রথম টেস্টের তুলনায় এবারের উইকেটে ঘাস আছে। আমার তো মনে হয় যথেষ্ট রান আমরা করতে পেরেছি। এখন বোলাররা যদি সঠিক জায়গায় বল রাখতে পারেন, তারা সহায়তা পাবেন।’
পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে পাকিস্তানি ব্যাটসম্যানরা দারুণ পারফরম্যান্স করেছে। ওপেনার সাইম আইয়ুব এবং অধিনায়ক শান মাসুদ ফিফটি করে দলকে শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছেন। তবে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাবেক অধিনায়ক বাবর আজম।
বাবর আজম ম্যাচের শুরুতে ভালো খেললেও ৩১ রান করে আউট হয়ে যান। উল্লেখ্য, টেস্টে সর্বশেষ ১৪ ইনিংসে বাবর কোনো ফিফটি করতে পারেননি। তার এই অফ ফর্ম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান আগর বলেন, “বাবর বিশ্বমানের খেলোয়াড়। ক্রিকেটারের জীবনে এমন সময় আসে যখন সে কয়েকটি ম্যাচে ভালো করতে পারে না। আমরা আশা করি সে খুব শীঘ্রই তার আসল ছন্দ ফিরে পাবে এবং দলের জন্য বড় ইনিংস খেলবে।”