সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় গিল্ডান নামে কানাডিয়ান মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা খাবারের মান উন্নয়ন, শুক্রবার ছুটি ও চিকিৎসাসেবা প্রদানসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করে আন্দোলন করেন।
রোববার (১ সেপ্টেম্বর) সকাল থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানাটির সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে আনুমানিক বেলা ১১টার দিকে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।
বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক অবরোধের ফলে এ সময় নবীনগর চন্দ্রা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলরত যাত্রীরা। স্কুল ফেরত শিক্ষার্থী, রোগী ও বয়স্ক মানুষজনদের ভোগান্তি পৌঁছেছিল চরমে। সড়কে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খেতে দেখা যায় ট্রাফিক পুলিশ সদস্যদের।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আমাদের কারখানার বেতন কাঠামো নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, মালিকের বিরুদ্ধেও কোনো অভিযোগ নেই। কিন্তু বর্তমান অ্যাডমিন জিএম আলমের স্বেচ্ছাচারিতায় আমাদের খাবারের মান একেবারেই নিম্নপর্যায়ে নিয়ে গেছে। এছাড়া আমাদের বার্ষিক বনভোজন বন্ধ করে দিয়েছে তারা। পাশাপাশি শুক্রবার কারখানা বন্ধ থাকলেও আমাদের দিয়ে কাজ করানো হয়। আমরা এর প্রতিবাদ করলেই স্থানীয় সাবেক এমপি সাইফুল ইসলামের লোকজন ডেকে এনে আমাদের বিভিন্নভাবে হুমকি প্রদান করা হতো।
পরে সেনাবাহিনী সদস্যদের মধ্যস্থতায় কারখানাটির মালিকপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনরত শ্রমিকরা সড়ক ছেড়ে দেয়। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।