রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আহমেদ হোসাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ইসলাম সৈকতের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (০১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এদিন তাদের আদালতে হাজিরা করা হয়। এরপর এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক।
এ সময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে সৈকতকে গ্রেপ্তার করে পলক। পরদিন ১৫ আগস্ট রাজধানীর পল্টন থানার এক রিকশাচালককে হত্যার অভিযোগে করা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে গত ২৫ আগস্ট লালবাগ থানার সাইফুল্লাহ হত্যা মামলায় সাতদিন এবং চকবাজার থানার হত্যাচেষ্টা মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২০ আগস্ট রাতে রাজধানীর রামপুরা থেকে আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২১ আগস্ট আদালত রাজধানীর পল্টনে মুদি দোকানদার নবীন তালুকদার হত্যা মামলায় তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে গত ২৫ আগস্ট লালবাগ থানার সাইফুল্লাহ হত্যা মামলায় দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।