গোটা দুনিয়ার কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবলের জীবন্ত এক কিংবদন্তির নাম, আর বিরাট কোহলি ক্রিকেট বিশ্বে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। ফুটবল তারকা রোনালদো ক্রিকেটের বরপুত্র কোহরিকে চিনেনে কি না, তা নিয়ে প্রশ্ন থাকলেও রোনালদোর প্রতি কোহলির অনুরাগ ওপেন সিক্রেট। ক্রিকেট ফুটবলের এ দুই মহাতারকা এবার নাকি বসতে যাচ্ছেন এক টকশোতে?
আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দিয়েছেন তেমন কিছুরই ইঙ্গিত। সামাজিক যোগযোগ মাধ্যম এক্সে একটি ছবি শেয়ার করেছে আরসিবি। সেখানে পর্তুগিজ তারকা রোনালদোর আর ভারতীয় তারকা বিরাট কোহলিকে পাশাপাশি বসে কথা বলতে দেখা যায়। যার ক্যাপশনে লেখা, ‘বিরাট কোহলি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এটা মিস করার সাহস আছে? এই কোলাব ইন্টারনেটে আগুন ঝরাবে।’
ছবিটি একটি গ্রাফিক্স হলেও সমর্থকদের আশা এই গ্রাফিক্স হয়তো খুব শীঘ্রই সত্য হবে। বেঙ্গালুরুর করা ওই পোস্টের কমেন্টে অনেকেই সেই এপিসোড দেখার আশা ব্যক্ত করেছেন। তবে অনেক আর্জেন্টাইন সমর্থক কোহলির পাশে বসিয়েছেন লিওনেল মেসিকে। সেই ছবি আবারো কমেন্টেও দিয়েছেন সমর্থকরা।
এখন পর্যন্ত রোনালদোর ইউটিউর চ্যানেলে সাবসক্রাইব সংখ্যা প্রায় ৫৫ মিলিয়ন। যেখানে আপলোড করা ১৮ টি ভিডিওর মধ্যে সর্বোচ্চ ভিউ হয়েছে ৪৮ মিলিয়ন। এবার যদি রোনালদোর ইউটিউব চ্যানেলে সত্যিই হাজির হন বিরাট কোহলি, নিঃসন্দেহে তা ছাড়িয়ে যাবে আগের সব ভিউয়ের রেকর্ড। তবে এপিসোডটি রোনালদোর চ্যানেলে হবে না কি আরসিবির কোনো প্ল্যাটফর্মে তা নিয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায় নি।
সাম্প্রতিক সময়ে রোনালদো আল নাসরের হয়ে গোল পেলেও জাতীয় দলের হয়ে সবশেষ ইউরোতে ছিলেন বিবর্ণ। অনেকেই তাকে অবসর নেয়ার পরামর্শ দিলেও রোনালদো জানিয়েছেন এত দ্রুত অবসর নয়। চালিয়ে যাবেন খেলা। পর্তুগিজ কোচও তাই আস্থা রেখেছেন সিআরসেভেনের ওপর। নেশন্স লিগের জন্য ঘোষনা করা দলে একঝাক নতুন মুখের সাথে নাম আছে অভিজ্ঞ ক্রিশ্চিয়ানো রোনালদোর।
ফুটবলের এ মহাতারকা যখন যেখানেই গেছেন সেখানেই ছড়িয়েছেন নিজের দ্যুতি। খেলার মাঠে ইউরোপ থেকে সৌদি লিগ সব জায়গায় নিজের সামর্থ্যের জানান দিয়েছেন। সোশ্যাল প্লাটফর্মেও তার ফলোয়ার সংখ্যা সবার চেয়ে বেশী। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও চ্যানেল খুলেই ভেঙে দিয়েছেন সব রেকর্ড। তাইতো কোহলি-রোনালদোর কোনো এপিসোড আসলে তা ইউটিউব হিস্টোরিতে হতে পারে সর্বোচ্চ ভিউ।