ফরিদপুরে আ. লীগের দুইপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১১

সেপ্টেম্বর 2, 2024
by

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের পশ্চিমপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় উপজেলা আওয়ামী লীগের এক নেতা ও তার ছেলের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মাঝারদিয়া গ্রামের বাসিন্দা সালথা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হাবিবুর রহমান ওরফে হামিদ মাতুব্বরের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের আরেক সহসভাপতি মো. শাহিদুজ্জামান ওরফে শাহিদের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে মাঝে মধ্যেই সংঘর্ষে লিপ্ত হন উভয় পক্ষের সমর্থকরা।

এ বিরোধের ধারাবাহিকতায় সোমবার (২ সেপ্টেম্বর) সকালে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরে আওয়ামী লীগ নেতা মো. শাহিদুজ্জামানের সমর্থক স্থানীয় মাঝারদিয়ার দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবির মোল্লার নেতৃত্বে ৫০-৬০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ও তার ছেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহসভাপতি ফারুক মাতুব্বরের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।
এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত ১১ জন আহত হন।

আহতদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমানের সমর্থক রেনু বেগম (৫৮), রহমতুল্লাহ মাতুব্বর (৩২), বুরহান (২৪), বাসার মোল্লা (৫২), মমিন মোল্লা (৩৪), মাসুদ (১৮) ও শাহিদুজ্জামানের সমর্থক হানিফ মোল্লাকে (৪০) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফোন না ধরায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমানের বক্তব্য জানা যায়নি। তবে কথা হয় তার ছেলে  স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক মাতুব্বরের সঙ্গে।

ফারুক মাতুব্বর বলেন, কোনো কারণ ছাড়াই সোমবার সকালে শাহিদুজ্জামানের পক্ষের ইউপি সদস্য কবির মোল্লা ও তার লোজকন আমাদের সমর্থক স্বপনকে মারধর করে। পরে আমাদের লোকজন ঠেকাতে গেলে তাদেরও মারধর করে। পরে কবির মোল্লার নেতৃত্বে এক থেকে দেড়শ লোক দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদের বাড়িতে হামলা চালিয়ে অন্তত ১০টি বসতঘরে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমাদের সাতজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের আরেক সহসভাপতি শাহিদুজ্জামান শাহিদ বলেন, সংঘর্ষের সময় আমি এলাকায় ছিলাম না। তবে শুনেছি, কবির মোল্লা ও হাবিবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

হামলার বিষয়টি অস্বীকার করে কবির মোল্লা বলেন, সংঘর্ষ বা হামলার সঙ্গে আমি জড়িত না। পাট চুরি নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। আমরা আওয়ামী লীগ করি, আমরা কি এখন সংঘর্ষে জড়াতে পারি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ শান্ত রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

লেবাননে পেজার বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত ও দুই হাজার

আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৪ : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের