রোববার অধিকৃত পশ্চিম তীরে গুলি হামলায় আহত তৃতীয় ব্যক্তির মৃত্যুর ঘোষণা দিয়েছে ইসরাইলের জরুরী চিকিৎসা পরিসেবা দফতর। একই ঘটনায় আহত আরো দু’জনকে আগেই মৃত ঘোষনা করা হয়।
হেবরন শহরের কাছে তারকুমিয়া ক্রসিংয়ের কাছে হামলায় মৃত ঘোষণা করা আরও দু’জনের সাথে গুলিবিদ্ধ হলে তৃতীয়জনকে সরিয়ে নেওয়া হয়েছিল। খবর এএফপি’র।