সাভারের আশুলিয়া থানার সামনে একটি ভ্যানে লাশের স্তূপের ভিডিও ভাইরাল হওয়ার পর ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুপার এ সময় বলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস ও ট্রাফিক) সাজেদুর রহমানকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি যতদ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।
উল্লেখ্য, গেলো শুক্রবার মরদেহ স্তূপাকারে ভ্যানে জমা করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ছড়িয়ে পড়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দু’জন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে মরদেহ ভ্যানে নিক্ষেপ করছেন।