পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পেসার হাসান মাহমুদ তার ক্যারিয়ারের প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন। তিনি শেষ উইকেট হিসেবে মীর হামজাকে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ আউট করেছেন।
# পাকিস্তানের স্কোর: পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭২ রানে অলআউট হয়েছে।
# বাংলাদেশের লক্ষ্য: প্রথম ইনিংসে ১২ রানে এগিয়ে থাকায় বাংলাদেশকে ম্যাচ জিততে ১৮৫ রান করতে হবে।
# হাসানের পারফরম্যান্স: হাসান মাহমুদ ৪৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন।
# অন্য বোলারদের পারফরম্যান্স: নাহিদ রানা ৪৪ রান দিয়ে ৪ উইকেট এবং তাসকিন আহমেদ ১টি উইকেট নিয়েছেন।
# পাকিস্তানের সর্বোচ্চ রান: আগা সালমান ৪৭ এবং মোহাম্মদ রিজওয়ান ৪৩ রান করেছেন।
হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ের সাহায্যে বাংলাদেশ পাকিস্তানকে অল্প রানে আটকে দিয়েছে। এখন বাংলাদেশের সামনে ম্যাচ জিতার জন্য ১৮৫ রানের লক্ষ্য রয়েছে।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ১২ রানে এগিয়ে থাকা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে খুব একটা ভালো শুরু করতে পারেনি। মাত্র ৯ রান তুলতেই তারা দুইজন ব্যাটসম্যান হারিয়ে ফেলে স্বাগতিকরা।
বাংলাদেশ দল তাঁদের প্রথম ইনিংসের শুরুতে ভেঙে পড়লেও মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল। লিটনের শতকের সাহায্যে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে ২৬২ রান সংগ্রহ করে।