রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের জামায়াত সমর্থিত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। প্রতিবাদে গত শনিবার সন্ধ্যায় মিঠাপুকুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান সমিতি।
এ সময় বক্তারা বলেন, আল মা আরিজ নামের একটি ভুঁইফোঁড় সংগঠনের ব্যানারে বন্যার্তদের সহযোগিতায় ২ লাখ টাকা উত্তোলন করা হয়। পুরো টাকা আত্মসাৎ করার চেষ্টা করলে উপজেলার ভাংনী ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন প্রধান উপদেষ্টা কিংবা আস সুন্নাহ ফাউন্ডেশনে দান করতে বলেন।
এতে ক্ষিপ্ত হয়ে ওই এলাকার সাবেক ছাত্রলীগ নেতা দোলনের ইন্ধনে ২০-২৫ জনসহ লাঠি, লোহার রড ও দা নিয়ে সজ্জিত হয়ে চেয়ারম্যানের বসতবাড়িতে অবস্থিত হোমিওপ্যাথিক ফার্মেসিতে প্রবেশ করে। সেখানকার দরজা, টেলিভিশন, চেয়ার, টেবিল ভাঙচুর করে আনুমানিক ৩৯ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে ও ক্যাশ ৮৬ হাজার টাকা নিয়ে যায়।
দেশীয় অস্ত্র উঁচিয়ে চেয়ারম্যানকে প্রকাশ্যে হত্যা করার হুমকি দেয়। এ বিষয়ে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত মিঠাপুকুর উপজেলা আমির জয়নাল আবেদীন কালবেলাকে বলেন, এক বছর হয়নি আমাদের জামায়াত সমর্থিত পায়রাবন্দ ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে হত্যার রহস্য আজও উদ্ঘাটন হয়নি। আবারও আমাদের উপজেলার আরেক ইউপি চেয়ারম্যানকে হত্যার উদ্দেশ্যে বসতবাড়িতে হামলা চালানো হলো। আমরা বড় কোনো দুর্ঘটনার আগে এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ কালবেলাকে জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।