আজ বুধবার, আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভের জেরে অন্তত ৬০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো এলাকা পর্যন্ত অবস্থিত এই কারখানাগুলোতে কর্মরত শ্রমিকরা সকাল থেকেই বিভিন্ন দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে না পেরে কারখানা মালিকরা ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেন।
এই ঘটনার পর থেকে আশুলিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সেনাবাহিনীর একটি দলও এলাকায় মোতায়েন করা হয়েছে।
শ্রমিকদের বিক্ষোভের জেরে আজ বুধবার আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশ সূত্রে জানা যায়, বিক্ষোভকারী শ্রমিকরা কারখানা ছুটি ঘোষণার পরও বাইরে বেরিয়ে এসে অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে, সেসব কারখানা কর্তৃপক্ষও বাধ্য হয়ে কারখানা বন্ধ ঘোষণা করে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম জানান, “আজ সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভের কারণে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকা পর্যন্ত সড়কের উভয় পাশে অন্তত ৬০টি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে।”
তিনি আরও বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।”
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভের জেরে বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভের কারণে শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গত ২ সেপ্টেম্বর থেকেই আশুলিয়ায় পোশাক কারখানায় নারী-পুরুষের সমানুপাতিক হারে নিয়োগসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা আন্দোলন করছেন। তারই ধারাবাহিকতায় আজ সকালে তারা নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এই বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানাগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।