ইকুয়েডরে এক কারাগারের পরিচালক মঙ্গলবার সশস্ত্র হামলায় নিহত এবং দুই কর্মকর্তা আহত হয়েছেন। ল্যাটিন আমেরিকার দেশটির কারা ব্যবস্থাপনা পরিষেবা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এসএনএআই কারাগার সংস্থা হোআটসঅ্যাপে বলেছে, ‘স্বাধীনতা বঞ্চিত কেন্দ্রের তিন প্রশাসনিক কর্মকর্তা কোকা শহরের এক রাস্তায় সশস্ত্র হামলার শিকার হন।’
সংস্থাটি আরো জানায়, সুকুম্বিওস প্রদেশের কারাগারের পরিচালক অ্যালেক্স গুয়েভারা হামলার শিকার হয়ে প্রাণ হারান। এ সময় তার সতাথে থাকা আরো দুই কর্মী আহত হন।
স্থানীয় গণমাধ্যম কর্মকর্তারা যে গাড়িতে ভ্রমণ করছিলেন তার একটি চিত্র প্রকাশ করেছে এবং গাড়িটির উইন্ডশিল্ডে বেশ কয়েকটি বুলেটের ছিদ্র দেখা যাচ্ছে।
এসএনএআই জানিয়েছে, পুলিশ অপরাধটি তদন্ত করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে ইকুয়েডরে ৪,২৩৬টি হত্যার ঘটনা ঘটে। ২০২৩ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ৫,১১২টি।