বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক এনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন । রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান সারাহ কুক আজ বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে । তিনি এ সময় খোঁজখবর নেন শারীরিকভাবে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী ও তাবিথ আউয়াল সাক্ষাতের সময় ফিরোজায় উপস্থিত ছিলেন।
সম্প্রতি বিএনপি চেয়ারপারসন অনেক দিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরেছেন। তাকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল তা মওকুফ করেছেন রাষ্ট্রপতি। এদিকে শারীরিক নানা জটিলতার মধ্য দিয়ে যাওয়া বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার কথাবার্তা চলছে।
বিমানে যাত্রা করার মতো পরিস্থিতি হলেই তাকে বাইরে নিয়ে যাওয়া হবে বলে বেগম খালেদা জিয়ার চিকিৎসক জানিয়েছেন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্য কিংবা সিঙ্গাপুর নেওয়ার কথা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। কিন্তু এখনও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি যে কোন দেশে নেওয়া হবে ।