আগামীকাল বৃহস্পতিবার শেখ হাসিনার সরকার পতনের এক মাস পূর্ণ হচ্ছে। এই গুরুত্বপূর্ণ দিনে, গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে বিকাল ৩টায় এই কেন্দ্রীয় মার্চ শুরু হবে। এই পদযাত্রার মূল লক্ষ্য হলো শহীদ পরিবার ও আহতদের প্রতি সংহতি জানানো এবং তাদের স্মরণে সারা দেশের শিক্ষার্থী ও জনসাধারণকে একত্রিত করা।
এই মার্চের মাধ্যমে আন্দোলনকারীরা তাদের আন্দোলনের যৌক্তিকতা ও জনসমর্থন আরো একবার প্রমাণ করতে চায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বুধবার দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
আন্দোলনে প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সকল শিক্ষার্থীকে ‘শহীদি মার্চে’ অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।