বাংলাদেশ ক্রিকেট দল অসাধারণ এক সিরিজ শেষে পাকিস্তান থেকে দেশে ফিরছে । বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, আজ বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টায় ঢাকায় ফিরবেন ক্রিকেটারদের একাংশ। আরেকটি ফ্লাইটে বাকিরা আসবেন দিনগত রাত ২টায়। তবে,সাকিব আল হাসান দলের সঙ্গে দেশে ফিরছেন না ।
সাকিব শেখ হাসিনার পতনের পর থেকে দেশে আসেননি । বাংলাদেশ দলের হয়ে পাকিস্তান সফরে তিনি যোগ দেন যুক্তরাষ্ট্র থেকে। এখনও তিনি ফিরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রেই। সাকিবের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, পরিবারের কাছে ফিরতে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। আসন্ন ভারত সিরিজে তাকে দলে রাখা হলে সেখান থেকেই ভারত সফরে যাবেন বলে জানা যায় ।
সরাসরি যুক্তরাষ্ট্র না গিয়ে সাকিব প্রথমে ইংল্যান্ডে যাবেন। সেখানে কাউন্টি দল সারের হয়ে আগামী ৯ সেপ্টেম্বর একটি ম্যাচ খেলবেন তিনি বলে আরেকটি সূত্র বলছে।
অন্যদিকে বাংলাদেশ আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাই টেস্ট দিয়ে ভারত সিরিজ শুরু করবে । ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ৬, ৯ ও ১২ অক্টোবর যথাক্রমে গোয়ালিওর, দিল্লি ও হায়দরাবাদে অনুষ্ঠিত হবে ।