সাভারের আশুলিয়া থানাধীন বেরুন এলাকার কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুর শেষে কারখানা বন্ধের হুমকি দেন বিক্ষুব্ধ দুষ্কৃতকারীরা।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
সরেজমিনে কারখানার ভেতরে গিয়ে দেখা যায়, ক্যান্টিনের বেশ কয়েকটি কাঁচ ইটপাটকেল ছুঁড়ে ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া নিরাপত্তা কর্মীদের কক্ষের সামনে পড়ে রয়েছে একটি ভাঙা সিসিটিভি ক্যামেরা। আইসক্রিম প্ল্যান্টের ফ্লোরের অংশেও অসংখ্য কাঁচের ভাঙা টুকরা পড়ে থাকতে দেখা যায়।
কারখানা কর্তৃপক্ষের কয়েকজন কর্মকর্তা জানায়, সকাল ৯টার দিকে আশুলিয়ার কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মূল ফটক টপকে ১৫-২০ জন লোক কারখানা চত্বরে ঢুকে মূল ফটক খুলে কারখানার ভিতরে প্রবেশ করে। পরে আর ১৫-২০ জনের একটি দল লোহার রড, লাঠিসোটা নিয়ে কারখানা চত্বরে ঢুকে ইটপাটকেল নিক্ষেপ করে কারখানা জানালার কাঁচ ভাঙচুর এবং মূল ফটকের সিসি ক্যামেরা ও একটি মালামাল পরিবহনের ট্রাকের সামনের অংশের কাঁচ ভাঙচুর করে।
কারখানার নিরাপত্তা কর্মী জানান, আমি মূল গেইটের পাশে ডিউটি করছিলাম। তখন দেখি বেশ কিছু পোলাপান হাতে লোহার রড ও বিভিন্ন লাঠিসোটা নিয়ে কারখানায় প্রবেশ করে ভাঙচুর শুরু করেছে। আমরা তখন আতংকিত হয়ে যাই।
মুকসেদুল নামে কারখানার আরেক নিরাপত্তা কর্মী বলেন, সকাল ৯টা ২৪ এর দিকে কিছু বহিরাগত ছেলে দেশীয় অস্ত্র নিয়ে গেটে এসে নিরাপত্তারক্ষীদের গেট খুলে দিতে বলে। কিন্তু আমরা গেট খুলিনি। পরে তারা গেট টপকে ভিতরে এসে ভাঙচুর চালায়। যাওয়ার সময় বলে গেছে কারখানা খোলা রাখলে আবার ভাঙচুর করবে।’
কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার নিরেন্দু চক্রবর্তী বলেন, ‘সাধারণত সকাল ৬টা থেকে আমরা আমাদের উৎপাদন কার্যক্রম শুরু করি। ৯টা থেকে ৯টা ১০ এর ভিতরে হঠাৎ কিছু বহিরাগত ছেলে আমাদের গেট টপকে ১৫-২০ জনের একটি দল ভিতরে ঢুকে পড়ে। তাদের হাতে রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা আমাদের ক্যান্টিনসহ কারখানা ভেঙে তছনছ করে দেয়। আমাদের ম্যানেজমেন্টকে খুঁজতে থাকে ও হুমকিধামকি দেয়। কারখানা বন্ধ করতে বলে। তারপর বলে, আপনাদের ২০ মিনিট সময় দিলাম, এরমধ্যে কারখানা বন্ধ করেন, না হয় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। তারা যাওয়ার সময় বলে যায়, যতদিন পর্যন্ত দেশ ঠিক না হবে, যদি কারখানা চালান এরকম দুর্ঘটনা ঘটতেই থাকবে।’