জেলার গুরুদাসপুর উপজেলায় আজ রাজস্ব খাতের আওতায় ৪১৫ কেজি রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার আটটি জলাশয়ে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর, রাজশাহী বিভাগের সিনিয়র সহকারী পরিচালক সরদার মহীউদ্দিন, জেলা মৎস্য কর্মকতা ড. মো. আবুল কালাম আজাদ, গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা।
এরআগে নাটোর সদর, লালপুর, বাগাতিপাড়া, বড়াইগ্রাম, নলডাঙ্গা উপজেলায় পোনামাছ অবমুক্ত করা হয়।