চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলার কেদারনগর গ্রামের জিকে ক্যানেলের বাঁধ ভেঙে গেছে। এতে আশপাশের কয়েকশ জমির ধান ডুবে গেছে। হারিয়ে গেছে চাষিদের প্রায় ১০০ বিঘা জমির কেটে রাখা পাট। এছাড়া কয়েকটি গ্রামের মধ্যেও পানি ঢুকতে শুরু করেছে বলে নিশ্চিত করেছেন প্যানেল চেয়ারম্যানসহ তিনজন স্থানীয় ইউপি সদস্য।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগরে ব্রিজের কাছে বাঁধটি ভেঙে যায়।
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন বলছে, চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে। মেরামতের কাজ শুরু হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য রায়হান আলী ঢাকা পোস্টকে বলেন, বিকেলে হঠাৎ করে বাঁধটি ভেঙে যায়। এতে আশপাশের মাঠ ডুবে গেছে। কয়েকশ বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। কেদারনগর গ্রামের বেশ কিছু বসতবাড়িতে পানি চলে এসেছে। ধান এখন ছোট, দ্রুত পানি না কমলে ধানের ক্ষতি হবে। এছাড়া গ্রামের কৃষকদের প্রায় ১০০ বিঘা জমির পাট কেটে রেখেছিল। সেগুলোও সব ভাসিয়ে নিয়ে গেছে পানি।
আরেক স্থানীয় স্থানীয় ইউপি সদস্য লাল্টু আলী ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যার পর থেকে আমার ওয়ার্ডের ডামোস গ্রামের দক্ষিণপাড়ার কয়েকটি বসতবাড়িতে পানি ঢুকেছে। এছাড়া বহু ফসলি জমি পানিতে ডুবে গেছে। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।
বেলগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরাজ আলী ঢাকা পোস্টকে বলেন, আমি রাত ৮টার দিকেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। পানি বেশ বেগে ঢুকছে। কাশিপুর, ডামোস ও কেদারগর গ্রামের কিছু বাড়িতে পানি ঢুকেছে। ফসলি জমিতেও পানি এসেছে। আমি ইউএনওকে বিষয়টি জানিয়েছি। তিনি সকালে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানিয়েছেন। দ্রুত মেরামত না করা হলে সব থেকে বেশি ফসলের ক্ষতি হবে বলে ধারণা করছি।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস ঢাকা পোস্টকে বলেন, পানি উন্নয়ন বিভাগের সঙ্গে কথা বলেছি। পানির লাইন বন্ধ করে দিয়েছে। পানি নেমে যাচ্ছে। মেরামতের কাজও শুরু হয়েছে বলে জেনেছি। আমি সকালে ঘটনাস্থলে যাব।