বর্তমানে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট হলো টি-টোয়েন্টি। তাই ক্রিকেটের অন্য ফরম্যাটে নির্দিষ্ট কিছু দেশ খেললেও সংক্ষিপ্ত এই ফরম্যাটে খেলে বিশ্বের অনেক দেশ। এরকম দুইটি দেশই এবার জন্ম দিল নতুন এক রেকর্ডের। অবশ্য যারা এই রেকর্ড করেছে তারা খুব দ্রুতই এটি ভুলে যেতে চাইবে।
পুরুষদের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম রানের লজ্জার রেকর্ড গড়লো মঙ্গোলিয়া। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া কোয়ালিফায়ার ‘এ’ তে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়া মাত্র ১০ রানে অলআউট হয়। এই রান পুরুষদের টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বনিম্ন স্কোর। এর আগে যা ২০২৩ সালে আইল অফ ম্যান স্পেনের বিপক্ষে করেছিল।
মাত্র ৬৫ বলের ম্যাচটিতে সিঙ্গাপুর ১ উইকেট হারিয়ে মাত্র ৫ বলেই ১১ রানের লক্ষ্যে পৌঁছে যায়। প্রথম বলেই উইকেট হারানোর পর সিঙ্গাপুরের ব্যাটসম্যানরা দ্রুত জয়ের বন্দরে পৌঁছায়। মঙ্গোলিয়া তাদের এই হারের মধ্য দিয়ে টুর্নামেন্টে টানা চারটি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।
অবশ্য মঙ্গোলিয়ার ইনিংস তছনছ করে দেন সিঙ্গাপুরের ১৭ বছর বয়সী লেগস্পিনার হর্ষ ভরদ্বাজ। তিনি ৪ ওভার বল করে মাত্র ৩ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন, যা পুরুষদের টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেরা বোলিং ফিগার। ভরদ্বাজ প্রথম ওভারেই দুই উইকেট নেন এবং পাওয়ারপ্লের মধ্যেই তিনি মঙ্গোলিয়ার ৬টি উইকেট তুলে নেন। মঙ্গোলিয়ার ৫ জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন।
মঙ্গোলিয়া ১০ ওভার ব্যাট করে ৩টি মেইডেন ওভার খেলে ১০ রান পর্যন্ত যেতে পারে। অন্যদিকে সিঙ্গাপুরের ব্যাটিংয়ে রাউল শর্মা প্রথম বলেই ছক্কা মারেন এবং উইলিয়াম সিম্পসন চতুর্থ বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন।