বাংলাদেশ ব্যাংক এবার আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে স্বতন্ত্রদের পরিচালকের দায়িত্ব দিয়েছে ; সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এতে বেসরকারি ব্যাংকটির চেয়ারম্যান পদ হারালেন ।
বুধবার ব্যাংকটির ছয়জনের নতুন পর্ষদ গঠন করে ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মেহমুদ হোসেনকে চেয়ারম্যান হিসেবে ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক আইএফআইসি ব্যাংকের আগের পর্ষদ ভেঙে দিয়ে চারজন স্বতন্ত্র ও সরকারের দুইজন প্রতিনিধি পরিচালক নিয়োগ দিয়েছে।
পট পরিবর্তনের পর বিভিন্ন ব্যাংক থেকে আগের সরকারের প্রভাবশালী ও সুবিধাভোগীদের সরিয়ে দেওয়ার মধ্যে এবার সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান রহমানের নেতৃত্বাধীন আইএফআইসি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হল। তিনি টানা নয় বছর ধরে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন।
এতে করে বেসরকারি এ ব্যাংকের পর্ষদে নিয়ন্ত্রণ হারালেন সালমান ও তার ছেলে আহমেদ শায়ান এফ রহমান। এর আগে সরকার পতনের পর দ্বিতীয় সপ্তাহে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান পদ হারান শায়ান। ঋণ খেলাপি হওয়ার কারণে গত ১৩ অগাস্ট তার পরিচালক হওয়ার প্রস্তাবে আপত্তি দিয়ে ব্যাংকটিকে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।
সালমান ব্যাংকটির চেয়ারম্যান ২০১৫ সাল থেকে । এর আগে ২০১০ সালে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে ,২০১৯ সালের ফেব্রুয়ারিতে শায়ান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ।