স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা পর ঢাকার নবাবগঞ্জের হিসেব অনুযায়ী ১০টি লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র জমা পড়েনি।
ঢাকার নবাবগঞ্জে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে বিভিন্ন ধরনের ৬০টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাত ১২টার মধ্যে সেসব অস্ত্র নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দেয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।
হিসেব অনুযায়ী ১০টি লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র জমা পড়েনি।
সূত্রমতে, নবাবগঞ্জে ২০০৯ সালের পর থেকে মোট লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র রয়েছে ৬০টি। তার মধ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান মিলে ৫০টি অস্ত্র ও গুলিসহ জমা হয়েছে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্-জালাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তথ্য সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক লোকজনকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে জমা না হওয়া অস্ত্র উদ্ধারে মাঠে নেমেছে যৌথ বাহিনী।