বুয়েন্স আয়ার্সে চিলির বিরুদ্ধে ম্যাচে মেসি না থাকলেও আর্জেন্টিনা তাদের প্রতিপক্ষকে ৩-০ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে উঠে এসেছে। বল দখলে এগিয়ে থাকা সত্ত্বেও প্রথমার্ধে আর্জেন্টিনা কয়েকটি সুযোগ নষ্ট করে গোল করতে পারেনি।
বিরতির পর খেলার চিত্র একদম বদলে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আর্জেন্টিনা। ম্যাচের ৪৮ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে যায়। এরপর ৮৪তম মিনিটে একটি অবিশ্বাস্য গোলে আর্জেন্টিনা চিলির বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে গেল। আলভারেজের বাঁ পায়ের শক্তিশালী শটটি বারপোস্টে লেগে চিলির জালে গিয়ে লাগলো।
তৃতীয় গোলটির জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে আলেহান্দ্রো গারনাচোর এক থ্রু পাসে গোলরক্ষককে একা পেয়েও জালে বল পাঠাতে না পারায় দর্শকরা হতাশ হয়ে পড়ে। কিন্তু পরের মিনিটেই দিবালার দারুণ এক শটে দলকে ৩-০ গোলে জয় এনে দেয়।
এই জয়ের ফলে আর্জেন্টিনা ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান বাছাইয়ে শীর্ষে থাকায় দলটির বিশ্বকাপ যাত্রা অনেকটা নিশ্চিত হয়ে গেছে। লিওনেল স্কালোনির দল দ্বিতীয় স্থানের উরুগুয়ের থেকে ৫ পয়েন্ট এগিয়ে।