গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মঙ্কিপক্সের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিচ্ছে। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন কঙ্গোকে মঙ্কিপক্সের টিকা দিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, সবচেয়ে বেশি আক্রান্ত এলাকায় প্রথমে টিকা দেওয়া হবে।
গত বছরের শুরু থেকেই কঙ্গোতে মঙ্কিপক্সের সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং হাজার হাজার মারা গেছে। বিশেষ করে শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে।
মঙ্কিপক্স একটি ভাইরাসজনিত রোগ। এটি আক্রান্ত ব্যক্তির সাথে শারীরিক সংস্পর্শে আসার মাধ্যমে ছড়ায়। এই রোগে ফ্লুর মতো উপসর্গ দেখা দেয় এবং শরীরে ফুসকুড়ি হয়। কখনো কখনো এই রোগ প্রাণঘাতীও হতে পারে।