ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পেছনে মেট্রোরেলের গার্ডারে লেখা ছাত্রলীগের স্লোগান মুছে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সেখানে নতুন স্লোগান লেখার কাজ শেষ করেন তারা।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পেছনে মেট্রোরেলের গার্ডারে ‘জয় বাংলা বলে আগে বাড়ো’ স্লোগান লেখা ছিল। লেখাটি মুছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার লাইন ‘চির উন্নত মম শির’ লিখেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিবাদের দলীয় স্লোগান জয় লেখা ছিল গার্ডারে। স্বৈরাচার তার অস্তিত্ব বিভিন্নভাবে মানুষের মনস্তত্ত্বে ঢুকিয়ে দিতে চায়। তারই প্রতীক হিসেবে ক্যাম্পাসের সব থেকে দৃশ্যমান স্থানে ছিল এই লেখা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বৈরাচারের সব প্রতীকী নিদর্শনগুলোকে মুছে ফেলতে চাই। যেন স্বৈরাচার কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
তারা বলেন, আমরা তারই অংশ হিসেবে লেখাটি মুছে দিয়ে সেখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অমর পঙক্তি ‘চির উন্নত মম শির’ লিখে দিয়েছি।
এ লেখার মাধ্যমে আমরা সবাইকে বারবার মনে করিয়ে দিতে চাই যে, ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই স্বৈরাচারের কাছে মাথা নত করে না। ইতিহাসের ধারাবাহিকতায় ২৪-এও তা পুনরায় প্রমাণিত। সুতরাং ভবিষ্যতেও যদি কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মাথা উঁচু রেখে প্রতিবাদ জারি রাখবে।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমরা ১৭ আগস্ট রাত থেকে এ কাজ শুরু করি। কিন্তু পরে বন্যার্তদের সহায়তার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি। ফলে আমাদের কাজটা পিছিয়ে যায়। আজ দুপুরে আমরা কাজটি শেষ করতে পেরেছি।