২০০৩ সালের পর প্রথমবারের মত ব্যালন ডি’অর তালিকায় নেই মেসি, রোনাল্ডো

সেপ্টেম্বর 6, 2024

২০০৩ সালের পর প্রথমবারের মত ব্যালন ডি’অরের তালিকায় জায়গা হয়নি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। 
রেকর্ড আটবারের বিজয়ী মেসি ও তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো এ বছরের ৩০ জনের তালিকায় মনোনয়ন পাননি। আগামী ২৮ অক্টোবর প্যারিসে এ বছরের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষনা করা হবে। 
ফুটবলের অন্যতম মর্যাদাকর এই এ্যাওয়ার্ড ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের সাংবাদিক প্যানেলের ভোটে নির্বাচিত হয়ে থাকে। 
যোগ্যতার ভিত্তিতেই এবারের তালিকায় নাম লিখিয়েছেন ভিনিসিয়াস জুনিয়ার, রড্রি, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড ও হ্যারি কেনদের মত তারকারা। 
গত মৌসুমে ভিনিসিয়াস ও বেলিংহাম রিয়াল মাদ্রিদকে লা লিগা ও ১৬তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে সহযোগিতা করেছেন। রিয়াল থেকে মনোনীত অপর খেলোয়াড়রা হলেন ডানি কারভাহাল, টনি ক্রুস, এন্টোনিও রুডিগার ও ফেডে ভালভার্দে।
ইউরো জয়ী স্পেন দলের কারভাহাল ও রড্রি ছাড়াও আলেহান্দ্রো গ্রিমালডো, ডানি ওলমো, নিকো উইলিয়ামস ও লামিন ইয়ামাল রয়েছেন এই তালিকায়
অন্যদিকে নরওয়েজিয়ান তারকা স্ট্রাইকার হালান্ড প্রিমিয়ার লিগ জয়ী ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে সর্বোচ্চ গোল করেছেন। বুন্সেদলিগায় বায়ার্ন মিউনখের হয়ে কেন করেছেন সর্বোচ্চ গোল। 
এবারের গ্রীষ্মের শুরুতে পিএসজির সাথে ছয় বছরের সম্পর্ক শেষে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর মধ্য দিয়ে বহুল প্রতিক্ষিত ট্রান্সফার সম্পন্ন করেছেন কিলিয়ান এমবাপ্পে। 
গত বছর ব্যালন ডি’অর জয় করেছিলেন মেসি। ইনজুরির কারনে বর্তমানে সাইডলাইনে রয়েছেন ইন্টার মিয়ামির এই আর্জেন্টাইন সুপারস্টার। 
৩৭ বছর বয়সী মেসি প্রথম ২০০৯ সালে এই ট্রফি জয় করেছিলেন। এর আগে প্রথমবার মনোনয়ন পেয়েছিলেন ২০০৬ সালে। রোনাল্ডো ও মেসি মিলে ক্যারিয়ারের সেরা সময়ে ব্যালন ডি’অর ট্রফি জয়ের ক্ষেত্রে একে অপরের সাথে প্রতি বছরই প্রতিদ্বন্দ্বীতা করেছেন। ২০০৮ সালের পর এই দুজনের কাছে সর্বমোট ১৩বার এই ট্রফি গিয়েছে। রোনাল্ডো ২০০৪ সালে সর্বপ্রথম ব্যালন ডি’অরের জন্য মনোনয়ণ পেয়েছিলেন। 
নারী বিভাগে এবারের তালিকায় যুক্তরাষ্ট্রের পাঁচজন জায়গা করে নিয়েছেন। যাদের মধ্যে রয়েছেন অধিনায়ক ও মিডফিল্ডার লিন্ডসে হোরান, গোলরক্ষক আলিসা নাহের, ফরোয়ার্ড ট্রিনিটি রোডমান, সোফিয়া স্মিথ ও মালোরি সোয়ানসন। এরা প্রত্যেকেই সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিকে স্বর্ণ জয়ী দলের সদস্য ছিলেন।
বিশ^কাপ জয়ের পর অলিম্পিকে চতুর্থ স্থান পাওয়া স্পেন দলেরও পাঁচজন খেলোয়াড় রয়েছেন এই তালিকায়।। এইতানা বোনমাতি, মারিওনা কালডেন্টি, পাট্রি গুইজারো, সালমা পারালুয়েরো ও এ্যালেক্সিয়া পুটেলাস এবার মনোনীত হয়েছেন। গত তিন বছর ব্যালন ডি’অর জয় করেছেন স্প্যানিশ খেলোয়াড়রাই। এর মধ্যে দুইবার পেয়েছেন পুটেলাস ও গত বছর এই ট্রফি জয় করেছেন বোনমাতি।
২০২৩ বিশ^কাপের ফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে শিরোপা জয় করেছিল স্পেন। ইংল্যান্ড দলের লরেন হেম্প, লরেন জেমস ও লুসি ব্রোঞ্জ এবারের তালিয়ান মনোনয়ন পেয়েছেন।
বায়ার লেভারকুসেনকে বুন্দেসলিগায় অপরাজিত চ্যাম্পিয়ন হতে সহযোগিতা করা জাভি আলোনসো রয়েছেন সেরা কোচের তালিকায়। রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও স্পেনের লুইস ডি লা ফুয়েন্তেও রয়েছেন এই তালিকায়।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বাংলাদেশে দূতাবাস খোলার আশ্বাস আজারবাইজানের প্রেসিডেন্টের

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, তার দেশ বাংলাদেশের সম্পর্ক আরও

শাকিব খানের পরবর্তী সিনেমার বাজেট ১৫ কোটি?

সময়টা বেশ ভালো যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের।