ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফুটবলের ইতিহাসে আরো একটি অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেছেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনি তার ক্যারিয়ারে ৯০০তম গোল করেছেন। এই অর্জনের সাক্ষী হয়েছে উয়েফা নেশন্স লিগ এ’তে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ।
লিসবনে অনুষ্ঠিত এই ম্যাচে পর্তুগাল ২-১ গোলে জয় পেলেও, সকলের নজর ছিল রোনাল্ডোর উপর। তিনি ম্যাচের ৩৪তম মিনিটে নুনো মেন্ডেসের ক্রস থেকে গোল করে এই ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করেন। এ নিয়ে তিনি ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন।
এই অর্জনের পর রোনাল্ডো তার প্রতিক্রিয়ায় বলেন, “দীর্ঘদিন ধরেই এই মাইলফলকের দিকে তাকিয়ে ছিলাম। আমি জানতাম, একদিন এই মাইলফলকে পৌঁছাতে পারবোই। কারণ খেলা চালিয়ে যেতে পারলে স্বাভাবিকভাবে এটা ধরা দিবে। তাই এটা আমার কাছে অনেক বেশি কিছু।”
তিনি আরও যোগ করেন, “এই মুহূর্তটি অনেক আবেগময়। কারণ এটি একটি মাইলফলক। অন্য অনেক মাইলফলকের মতো এটি মনে হতে পারে। কিন্তু আমি জানি, আমার আশেপাশের মানুষরা জানে, ৯০০ গোল করতে প্রতিটি দিন শারীরিক ও মানসিকভাবে কত পরিশ্রম করতে হয়। আমার ক্যারিয়ারের অনন্য এক অর্জন এটি।”