শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪০৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩ জনের মৃত্যু হয়েছে। এই তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ২৫২ জন এবং ঢাকার বাইরে ১৫১ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ১৫ হাজার ২০৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এই রোগীদের মধ্যে ৯৫ জনের মৃত্যু হয়েছে।
বিস্তারিত তথ্য:
#নতুন আক্রান্ত: ৪০৩ জন (ঢাকায় ২৫২, ঢাকার বাইরে ১৫১)
#মৃত্যু: ৩ জন
#চলতি বছরের মোট আক্রান্ত: ১৫,২০৭ জন
#চলতি বছরের মোট মৃত্যু: ৯৫ জন