বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন তাদের প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন। গত শুক্রবার গণেশ চতুর্থীতে সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করার পর, শনিবার বিকেলে মুম্বাইয়ের একটি হাসপাতালে দম্পতিকে দেখা গেছে।
পিঙ্কভিলার খবর অনুযায়ী, দীপিকাকে পরিবারসহ এইচ এন রিলায়েন্স হাসপাতালের সামনে দেখা গেছে। তবে এখনও নিশ্চিত করা যায়নি যে, তিনি নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন নাকি সন্তান প্রসবের জন্য ভর্তি হয়েছেন।
এর আগে জানা গিয়েছিল যে, দীপিকা ২৮ সেপ্টেম্বর তাদের প্রথম সন্তানের জন্ম দেবেন। তবে হাসপাতালে তাদের দেখা মিললে অনুরাগীদের মধ্যে উৎসুকতা আরও বাড়ছে।
লোকসভা নির্বাচনে ভোটের দিন দীপিকার বেবিবাম্প প্রকাশ্যে আসার পর থেকেই তাকে নিয়ে নানা রকমের গুজব ছড়িয়ে পড়ে। অনেকে তার গর্ভধারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন।