বলিউডের জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং বাবা-মা হয়েছেন! রোববার মুম্বাইয়ের গিরগাউম এলাকার এইচএন রিলায়েন্স হাসপাতালে দীপিকা একজন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা: সন্তানের জন্মের আগে দীপিকা এবং রণবীর সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন। বাপ্পার কাছে সন্তানের সুস্বাস্থ্য কামনা করেছিলেন তারা।
শুভেচ্ছায় পূর্ণ বলিউড: এই খবর ছড়িয়ে পড়তেই বলিউড জগৎ সহ সারা দেশে আনন্দের জোয়ার। দীপিকা ও রণবীরের এই নতুন অধ্যায়কে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ঘোষণা: গত ফেব্রুয়ারিতে দীপিকা সোশ্যাল মিডিয়ায় তার গর্ভধারণের খবর জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন যে, তিনি আগামী সেপ্টেম্বরে একজন সন্তানের জন্ম দেবেন।
দীপিকা-রণবীরের প্রেমকাহিনী: ২০১৮ সালে ইতালির লেক কোমোতে একটি জমকালো অনুষ্ঠানে এই দম্পতি বিয়ে করেছিলেন। তাদের বিবাহের পর থেকেই তাদের প্রেমকাহিনী দর্শকদের মনে স্থান করে নিয়েছে।
কর্মজীবনে ব্যস্ত দীপিকা: গর্ভধারণের সময়ও দীপিকা তার কর্মজীবনের সাথে সামঞ্জস্য রেখেছিলেন। ‘পাঠান’, ‘জওয়ান’ সহ বেশ কয়েকটি সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি।
এই নতুন অধ্যায়ে দীপিকা ও রণবীরের জীবনে এক নতুন মাত্রা যোগ হয়েছে। দর্শকরা তাদের সুখী পরিবারের জন্য শুভকামনা জানাচ্ছেন।