দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের ক্রিকেট দলের অন্যতম মূল খেলোয়াড় মঈন আলী আজ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নেওয়া এই তারকা ক্রিকেটার এবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াতে চান।
২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও, অ্যাশেজ সিরিজের আগে দলের প্রয়োজনে ফিরে এসেছিলেন মঈন আলী। কিন্তু, সম্প্রতি তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডারের জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটি হয়েছিল বিশ্বকাপে ভারতের বিপক্ষে।
আগামী ১১ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের জন্য মঈন আলীকে দলে রাখা হয়নি। এই সিদ্ধান্তই মূলত তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
এ প্রসঙ্গে ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে মঈন বলেছেন,, “আমি এখন ৩৭ বছরের। এই মাসে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া সিরিজে আমাকে দলে রাখা হয়নি। ইংল্যান্ডের হয়ে আমি অনেক ক্রিকেট খেলেছি। এখন নতুন প্রজন্মের ক্রিকেটারদের সুযোগ দেওয়ার সময় এসেছে। আমাকে এই বিষয়টি বোঝানো হয়েছে। তাই আমি মনে করি, এটাই বিদায় নেওয়ার উপযুক্ত সময়। আমি আমার দায়িত্ব পালন করেছি।”
মঈন ইংল্যান্ডের হয়ে ৬৮টি টেস্ট, ১৩৮টি ওয়ানডে এবং ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তিনি ৬ হাজার ৬৭৮ রান করেছেন এবং ৩৬৬ উইকেট নিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও, মঈন অন্যান্য ফরম্যাটে ক্রিকেট খেলতে থাকবেন। সম্প্রতি তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা আমাজন দলে যোগ দিয়েছেন।
মঈনের ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর মধ্যে রয়েছে অ্যাশেজ জয়, দুটি বিশ্বকাপ জয় এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি হ্যাটট্রিক।