পীরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গা কর্তৃক গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় মিছিলে গুলি এবং ভিত্তিহীন মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) পীরগাছা কলেজ চত্বর থেকে ছাত্রজনতার একটি মিছিল বের হয়ে থানার সামনে গিয়ে রাস্তা অবরোধ করে।
ওই ঘটনায় থানায় মামলা রুজু করে বিএনপি নেতাকে গ্রেপ্তার, পীরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে বহিষ্কারসহ পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি পদ থেকে আমিনুলকে বহিষ্কারের দাবি জানানো হয় কর্মসূচিতে।
পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, ছাত্র-জনতার পক্ষ থেকে বিএনপি নেতার গুলির ঘটনায় এজাহার দায়েরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট পীরগাছা বাজার দোকান মালিক সমিতির কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ, চুরি ও লুটপাটের ঘটনায় প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগে গত ৬ সেপ্টেম্বর ২২ জনের নামে দোকান মালিক সমিতির সভাপতি হিসেবে ওই বিএনপি নেতা পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলাতে কিছু শিক্ষার্থীকে আসামি করা হয়। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভুমিকা রেখেছিলেন বলে দাবী স্থানীয় সমন্বয়কদের। তবে লোকমুখে শোনা যাচ্ছে, ইতোমধ্যে মামলাটি ওই নেতা প্রত্যাহার করে নিয়েছেন।