গত বছর ইউএস ওপেনের ফাইনালে কোকো গফের কাছে হেরে হতাশ হয়েছিলেন আরিনা সাবালেঙ্কা। সেই হতাশা কাটিয়ে উঠে এবারের ইউএস ওপেনের শিরোপা জিতে নিয়েছেন তিনি। শনিবার নারী এককের ফাইনালে মার্কিন বিলিয়নিয়ার টেরি পেগুলার কন্যা জেসিকা পেগুলাকে ৭-৫, ৭-৫ গেমে হারালেন তিনি।
২৬ বছর বয়সী বেলারুশের এই তারকার এটি তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। এর আগের দুটি সাফল্যই অস্ট্রেলিয়ান ওপেনে। ২০২৩ ও ২০২৪, টানা দুই বছরে দুটি শিরোপা জেতেন বেলারুশ এই তরুণী।
এবার ইউএস ওপেন শিরোপা জয়ের পর সাবালেঙ্কা বলেছেন, “আমি এখনো এই মুহূর্তে বিশ্বাস করতে পারছি না। এটা আমার স্বপ্ন ছিল এবং আমি তা পূরণ করেছি। কঠিন পরিশ্রম সবসময় ফল দেয়। আমি নিজে এবং আমার দলের উপর গর্বিত।”
অন্যদিকে, জেসিকা পেগুলা প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন। কিন্তু শিরোপা জেতা হলো না তার। আর্থার অ্যাশ স্টেডিয়ামে শতশত দর্শকের সামনে চরম হতাশ হলেন ৩০ বছর বয়সী মার্কিন টেনিস তারকা। এই পরাজয়ে আরও একবার মেজর শিরোপা জয়ের স্বপ্ন আবার পিছিয়ে গেল তার।