প্রথম ম্যাচের জয়ের স্বাদে নেশাগ্রস্ত হয়ে নয়, বরং দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করাই এখন বাংলাদেশ দলের মূল লক্ষ্য। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেলেও আত্মতৃপ্তি নেই বাংলাদেশ দলে। তাদের চোখ এখন সিরিজের দ্বিতীয় ম্যাচে।
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আজ রোববার সন্ধ্যা ৬টায় দুই দলের মধ্যে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচের জয় পেলেও ভুটানকে হালকা করে দেখার কোনো ইচ্ছে নেই বাংলাদেশ দলের। অনুশীলনে তপু, জামালসহ সবাই পুরো মনোযোগ দিয়ে প্রস্তুতি নিচ্ছেন।
২০১৬ সালের স্মৃতি ভুলতে চায় বাংলাদেশ: ২০১৬ সালে এই একই স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের কাছে হারের ক্ষত এখনও সারেনি। সেই হারের কারণে প্রায় দুই বছর আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে থাকতে হয়েছিল বাংলাদেশকে। তবে প্রথম ম্যাচের জয়ের মাধ্যমে সেই অতীতকে পেছনে ফেলে দিতে চায় ক্যাবরেরা বাহিনী।
তপু বর্মণের আত্মবিশ্বাস: বাংলাদেশ দলের সহ-অধিনায়ক তপু বর্মণ বলেন, “জয় ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আমরা ইতোমধ্যে ভুটানের কঠিন পরিবেশের সাথে মানিয়ে নিয়েছি। প্রথম ম্যাচে জয়ের পর সবার মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে। একই মনোভাব নিয়ে যদি দ্বিতীয় ম্যাচে খেলি, তাহলে অবশ্যই জিতব।”
মোরসালিনের আশাবাদ: প্রথম ম্যাচের নায়ক মোরসালিন বলেন, “দ্বিতীয় ম্যাচেও ভালো ফলাফল আশা করছি। কোচের পরিকল্পনা অনুযায়ী খেললে আমাদের জয় পাওয়া সম্ভব।”