খুব বেশি আগের ঘটনা নয়। ঘরের মাঠে শিরোপা জেতার স্বপ্নভঙ্গ হয়েছিল জার্মানির। এবারের ইউরোতে স্পেনের কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়ার দৌড় থেকে বিদায় নেয় ফেভারিট জার্মানি। সেই হারের পর এবারই প্রথম মাঠে নেমেছিল জার্মানি, নেশন্স লিগে হাঙ্গেরির বিপক্ষে গতকালের এই ম্যাচটি রীতিমত গোল উৎসব করে জিতেছে জুলিয়ান নাগলসম্যানের শিষ্যরা।
ইউরোর দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ম্যানুয়াল নয়্যার, টমাস মুলার, টনি ক্রুস এবং ইলকায় গুন্দোয়ান। তাই গতকালের ম্যাচ দিয়েই শুরু হয়েছে জার্মান ফুটবলের নতুন এই অধ্যায়। অভিজ্ঞরা না থাকায় নাগলসম্যান দল সাজিয়েছিলেন তরুণদের দিয়ে। আর তরুণ প্রজন্মের ফুটবলাররাও নিজেদের প্রতিভার পরিচয় দিয়েছেন।
ডুসেলডর্ফে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচটি ৫-০ গোলের বড় ব্যবধানে জিতে নিয়েছে জার্মানি। ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নিজেদের কাছে নেয় জার্মানরা। শুরু থেকেই দারুণ আক্রমণে ব্যতিব্যস্ত রেখেছিল হাঙ্গেরির রক্ষণ। যদিও প্রথমার্ধে একটির বেশি গোল আদায় করতে পারেনি জার্মানরা।
ম্যাচের ২৭ মিনিটে নিকলাস ফুলক্রুগের গোলে এগিয়ে যায় জার্মানি। এরপর জামাল জুসিয়ালা, ফ্লোরিয়ান ভার্টজরা আরও বেশ কয়েকবার লক্ষ্যভেদ করার সুযোগ পেয়েছিলেন, তবে কাজে লাগাতে পারেননি।
তবে প্রথমার্ধে সুযোগ মিস করলে দ্বিতীয়ার্ধে হতাশ হতে হয়নি নাগলসম্যানের শিষ্যদের। দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে আরও একবার এগিয়ে দেন মুসিয়ালা। এরপর গোলের দেখা পেয়েছেন ভার্টজ, আলেক্সান্দার পাভলোভিচ এবং কাই হ্যাভার্টজও। তরুণ ফুটবলারদের দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।