মহাপরিচালক পর্যায়ে বড় ধরনের পরিবর্তন এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ৬ মহাপরিচালকের দপ্তর পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে এ দপ্তরে রাষ্ট্রাচার রয়েছে। নতুন রাষ্ট্রাচার প্রধান করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমকে। আর রাষ্ট্রচার প্রধান নাঈম উদ্দিন আহমেদকে দক্ষিণ-পূর্ব এশিয়ার মহাপরিচালক করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) পরিচালক (সংস্থাপন) সবুজ আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
রাষ্ট্রচার প্রধানের পদটিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে লোভনীয় পদ বলে মনে করেন অনেকে। সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানের সব সফরের সঙ্গী হওয়ার সুযোগ পান রাষ্ট্রাচার প্রধান। এ ছাড়া ঢাকায় বিদেশি দূতদের বিভিন্ন দাওয়াত থেকে শুরু করে তাদের কোনো দাবি-দাওয়া থাকলে সেটা রাষ্ট্রাচার প্রধানের মাধ্যমেই আসে। বিদেশি রাষ্ট্রদূতদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ও দেখে রাষ্ট্রাচার উইং।