বিগত ফ্যাসিবাদী সরকার ‘আই হেইট পলিটিক্স’ প্রজন্ম তৈরি করে জনগণকে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়েছিল। আমরা সেই রাজনীতি ও অসচেতন প্রজন্ম চাই না। আমরা চাই বর্তমান প্রজন্ম রাজনীতি সচেতন হিসেবে গড়ে উঠুক। মঙ্গলবার বিকেলে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
তিনি আরও বলেন, দেশের সব জনগণের রাজনীতি করার প্রয়োজন নাও হতে পারে। কিন্তু পড়াশোনার মাধ্যমে প্রত্যেকটি ছাত্র নাগরিককে রাজনীতি সচেতন হয়ে গড়ে উঠতে হবে। যাতে ক্ষমতাকে প্রশ্ন করার যোগ্যতা তৈরি হয়।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আমরা জানতে পারছি বর্তমান সরকারের অনেকেই বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। দেশের চিকিৎসা ব্যবস্থাকে বিদেশি পর্যায়ে উন্নিত করতে না পারলে আপনারা সরকারে থাকার নৈতিক যোগ্যতা হারাবেন।
পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে তিনি বলেন, পাহাড়ে অনেক সমস্যা বিদ্যমান রয়েছে। আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাই, পাহাড়ে সুশিক্ষা ও উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। মতবিনিময় সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন।