চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে পাঁচলাইশ আবাসিকের ১১ নম্বর রোডের ময়লার ভাগাড় থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম শিশু হাসপাতালের পাশের গলিতে মঙ্গলবার সকালে ডাস্টবিনে এক নবজাতক শিশুর (কন্যা) মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পাঁচলাইশ থানার এসআই মনির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি কার্যক্রম শেষে দাফনের জন্য মরদেহটি আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। কে বা কারা মরদেহটি ফেলে গেছে তা জানতে খোঁজ নেওয়া হচ্ছে বলে।