দেশের আরও ৩৪টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে, গত ২০ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর ২৫টি জেলার ডিসিকে বদলি করা হয়।
এই দুই দিনের মধ্যে মোট ৫৯টি জেলার ডিসি পদে পরিবর্তন আনা হয়েছে। সরকারের এই দ্রুত গতির পদক্ষেপ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, সরকার প্রশাসনে নতুন মুখ চাইছে এবং সরকারি সেবাকে আরও দক্ষ করে তুলতে চায়। তবে, এত দ্রুত পরিবর্তন প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটাতে পারে বলেও অনেকে আশঙ্কা করছেন।