শেরপুরের সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। এ ছাড়া কমপক্ষে ৬/৭টি দোকান লুটপাট করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন গৌরীপুর এলাকার মৃত মৌলভি আজাহার আলীর ছেলে মিজানুর রহমান মিজান (৩৫) ও গৌরীপুর মহল্লার মিন্টু মিয়ার ছেলে আরিফুল ইসসাম শ্রাবণ (৩২)।
স্থানীয়রা জানান, গৌরীপুর মহল্লা এবং খোয়ারপার এলাকার শাপলা চত্বরে দুদল কিশোরের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে দুই মহল্লার বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে দুই মহল্লার বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায়।
এ সময় দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে ট্রলিচালক মিজান গুরুতর আহত হয়। পরে সেনাবাহিনী এবং পুলিশের দুটি দল তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অপরদিকে আহত আরিফুল ইসলাম শ্রাবণকে প্রথমে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে শ্রাবণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে একজন এবং মঙ্গলবার সকালে একজনের মৃত্যু হয়েছে। তবে উভয়পক্ষের পরিস্থিতি শান্ত করার জন্য আমাদের ফোর্স কাজ করছে। পরে আইনিব্যবস্থা চলমান আছে।