পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন লিটন দাস। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ১৬৫ রানের রেকর্ড জুটি গড়েন উইকেটকিপার এই ব্যাটার। পরে যা ঐতিহাসিক সিরিজ জয়ের পথ সুগম করে।
ভারত সিরিজ সামনে রেখে অনুশীলনের এক ফাঁকে গণমাধ্যমের সঙ্গে আলাপে মিরাজকে প্রশংসায় ভাসালেন লিটন। নিজের চেয়েও মিরাজকে ভালো ব্যাটার মনে করেন লিটন।
গণমাধ্যমকে লিটন বলছিলেন, ‘ব্যাটসম্যান নেই এটা ভুল কথা, আমার থেকেও ভালো ব্যাটসম্যান নিচে রয়েছে মিরাজ। আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেট এমন একটা খেলা আপনার হাতে অনেক সময় আছে। আপনি জিরো থেকে শুরু করে আপনার সারাদিন সময় আছে উন্নতি করার। তো আমি অনুশীলন করতেছি ওইভাবেই খেলার।’
এদিকে নিজের উইকেটকিপিং ব্যাটিংয়ের ক্ষেত্রে বাড়তি সাহায্য করে কি না এমন প্রশ্নে লিটন বলছিলেন, ‘কিপিং ব্যাটিংয়ের ক্ষেত্রে কোনো সাহায্য করে না। কিপিং একটা পার্ট। যখন ফিল্ডিং করা, তখন সেটা যেমন একটা পার্ট কিপিংও তেমনই। ’
নিজের আক্রমণাত্মক ব্যাটিং নিয়ে লিটন জানান, ‘আমি যে খুব আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি তা না। আমার কাছে যে বলগুলো মনে হয়েছে স্কোরিং, সেগুলোতে স্কোর চেষ্টা করেছি। অবশ্যই এখন যে কোনো ফরম্যাটে রানের প্রাধান্য অনেক বেশি থাকে। আমরা একটা জায়গায় গিয়ে রান করতে পারছিলাম না। আমি নামার পর রান আর বলের খেলাতে কিন্তু একটা ফ্লো চলে আসে। আমি যে জায়গায় ব্যাট করি, সবাই আক্রমণাত্মক ক্রিকেট খেলে।’