বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বুধবার, ১১ সেপ্টেম্বর বিসিবিতে তিনি নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সাবেক বোর্ড প্রধানের পদত্যাগের পর থেকে বিসিবিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল। বেশ কয়েকজন পরিচালক পদত্যাগ করেছেন বা বোর্ডের সভাগুলোতে অনুপস্থিত থেকেছেন। এই পরিস্থিতিতে সুজনের আকস্মিক পদত্যাগ আরও একবার বিসিবির অভ্যন্তরে উত্তেজনা সৃষ্টি করেছে।
দীর্ঘদিন ধরে সুজন বিসিবির বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি একাধারে একাধিক দায়িত্ব পালন করায় নানা সময়ে প্রশ্ন উঠেছিল। সর্বশেষ তিনি গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান এবং ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।