মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরে আর্জেন্টিনার ১২ ম্যাচের অপরাজেয় যাত্রার ইতি ঘটল। প্রতিপক্ষের মাঠে লিওনেল মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনা পুরো ম্যাচে ছন্দ খুঁজে পায়নি। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ভুলে তারা সমতা ফিরিয়ে আনে, কিন্তু শেষ রক্ষা হয়নি।
ম্যাচের ২৫তম মিনিটে ইয়ের্সন মসকেরার গোলে এগিয়ে যায় কলম্বিয়া। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে নিকোলাস গনসালেস আর্জেন্টিনাকে সমতা এনে দিলেও, ম্যাচের ৬০ মিনিটে পেনাল্টি থেকে হামেস রদ্রিগেস স্বাগতিকদের জয় নিশ্চিত করেন।
কলম্বিয়ার এই জয়ের ফলে কোপা আমেরিকার ফাইনালে হারের বদলা নেওয়ার মতো হয়েছে। গত জুলাইয়ে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল কলম্বিয়া।
আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে দ্বিতীয় হারের মুখোমুখি হয়েছে। এই হার সত্ত্বেও, তারা এখনও পয়েন্ট টেবলে শীর্ষে রয়েছে। ৮টি ম্যাচ খেলে তারা ৬টি জয় এবং ১টি ড্র করে ১৮ পয়েন্ট অর্জন করেছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী কলম্বিয়া ৮টি ম্যাচে ৪টি জয় এবং ৪টি ড্র করে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।