ভবিষ্যতে যে কোনো দুর্যোগে দুর্গত মানুষের সেবার মান বাড়াতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের পাশে চায় আস সুন্নাহ ফাউন্ডেশন।
বুধবার (১১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ আকাঙ্ক্ষা ব্যক্ত করেন ফাউন্ডেশনের চেয়ারম্যানে শায়খ আহমাদুল্লাহ।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। আমাদের কর্মতৎপরতাকে আরো সুসংগঠিত, কার্যকর ও বিজ্ঞানভিত্তিক করতে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়ে আগ্রহী। এ বিষয়ে যাঁরা গবেষক হিসেবে কাজ করছেন, তাঁদের নাম প্রস্তাব করে আমাদের সহায়তা করতে পারেন। প্রস্তাবের জন্য কমেন্ট বক্সে গুগল ফরমের একটি লিংক সংযুক্ত করে দেন শায়খ আহমাদুল্লাহ।
আস সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে দেশের যেকোনো দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। সাম্প্রতিক (আগস্ট ২০২৪) বন্যায় দুর্গতদের ত্রাণ ও পুনর্বাসনে জন্য ১০০ কোটি টাকারও বেশি অনুদান পেয়েছে সংগঠনটি। প্রথম ধাপে তারা দুর্গতদের মাঝে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেছে। দ্বিতীয় ধাপে ২ লাখ ২০ হাজার পরিবারের মধ্যে ভারী ত্রাণ সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে তাদের।
তৃতীয় ধাপে ১ লাখ পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করেছে। এখন পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে আস সুন্নাহ ফাউন্ডেশন।