বিশ্বকাপের কল্যাণে ভারতের পকেটে ১৬ হাজার কোটি

সেপ্টেম্বর 11, 2024
by

ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে প্রথম সারিতে অবস্থান ভারতের। এমনকি তাদের বোর্ডকে সবচেয়ে ধনী বলেও বিবেচনা করা হয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আসর বসেছিল রোহিত-কোহলিদের দেশে। যার কল্যাণে ভারত আয় করেছে ১.৩৯ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার কোটি টাকারও বেশি। আজ (বুধবার) আইসিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভারতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়েছে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের সুবাদে। তাই আসরটিকে ফরম্যাটটির ইতিহাসে সবচেয়ে বড় বলে উল্লেখ করেছে আইসিসি। বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির নির্বাহী প্রধান গফ অ্যালারডাইস বলেন, ‘অর্থনীতির প্রসারে ক্রিকেটের ভূমিকা কতটা তাৎপর্যপূর্ণ, সেটি দেখিয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। এই আসর থেকে ভারত ১.৩৯ বিলিয়ন ডলার আয় করেছে।’

বিশ্বকাপ চলাকালে ভারতের সবচেয়ে বেশি আয় হয়েছে পর্যটন খাতে। বিভিন্ন দেশ থেকে আসা দর্শকদের কল্যাণে দেশটি আয় করেছে ৮৬১.৪ মিলিয়ন মার্কিন ডলার। যারা নিজেদের দেশকে সমর্থন দেওয়ার জন্য স্টেডিয়ামে খেলা দেখতে ভারতে গেছেন। আইসিসির বিবৃতিতে বলা হয়, খাবার, বাসস্থান, ট্রান্সপোর্ট ইত্যাদি ক্ষেত্রে দর্শনার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আয় করেছে দেশটি।

বিশ্বকাপ উপলক্ষ্যে ওই সময় ১.২৫ মিলিয়ন দর্শনার্থী গিয়েছিল ভারতে। তারমধ্যে ৭৫ শতাংশ মানুষ প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে বিশ্বকাপে যোগ দিয়েছিলেন। এর আগে ভারতে নিয়মিত যাতায়াত ছিল ৫৫ শতাংশ মানুষের। অর্থাৎ ১৯ শতাংশ মানুষ প্রথমবারের মতো ভারতে এসেছিল। ভ্রমণকারীরা ভারতে যতটুকু ভ্রমণ করেছেন, তার মাধ্যমে দেশটির ২৮১.২ মিলিয়ন ডলার আয় হয়েছে। বেশিরভাগ ভ্রমণকারীরা ভারতে সেসময় পাঁচ রাতের বেশি সময় পর্যন্ত থেকেছেন। এ সময় সেখানে ৪৮ হাজারেরও বেশি ফুল টাইম এবং পার্ট টাইম চাকরির সুযোগ তৈরি হয়েছিল।  

দর্শনার্থীদের বিভিন্ন জায়গা ভ্রমণে কেবল সাময়িক এই লাভই হয়নি ভারতের, এমনকি তাদের ইতিবাচক প্রতিক্রিয়ায় দেশটির পর্যটনের প্রচারও হয়েছে। যা ভবিষ্যতেও দেশটিতে ভ্রমণে উৎসাহিত করবে বিদেশিদের। আইসিসি চিফ অ্যালারডাইস বলছেন, ‘ইভেন্টটি হাজারও কর্মক্ষেত্র তৈরির মাধ্যমে ভারত যে ভ্রমণেচ্ছুদের জন্য বড় গন্তব্য হতে পারে সেটাই প্রমাণ করেছে। যাতে কেবল দর্শকরাই উপকৃত হননি, আয়োজকদের অর্থনৈতিক প্রবৃদ্ধিও হয়েছে চাঙ্গা।’

প্রসঙ্গত, ভারতের ১০টি শহরে গত বছর অনুষ্ঠিত হয়েছে ওয়ানডে বিশ্বকাপের খেলা। মেগা আসরটিতে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ফাইনালেও উঠেছিল স্বাগতিক ভারত। যদিও তাদের শিরোপা জেতা হয়নি। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ষষ্ঠ ওয়ানডে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে হৃদয় ভেঙ্গেছেন রোহিত শর্মাদের।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই

চীনকে চাপে রাখতে যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র সহায়তা’ কৌশল

চীনকে চাপে রাখতে তাইওয়ান ইস্যু সজাগ রাখতে চাইছে যুক্তরাষ্ট্র। এ